ব্র্যাকের উদ্যোগে কমিউনিটি সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

দৈনিকসিলেট ডেস্ক :
ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় PRIDE (Progressing the retail sector by improving decent employment) প্রকল্পের কর্মসূচি নিয়ে কমিউনিটি সম্পৃক্তকরণ কর্মশালা এর আয়োজন করা হয়।
বুধবার (২৫ জানুয়ারি) সিলেটের পীরেরবাজার এলাকায় অবস্থিত ব্র্যাক লার্ণিং সেন্টারে সকাল থেকে দুপুর পর্যন্ত কমিউনিটি সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালাতে সিলেট শহরের বিভিন্ন পাড়া, মহল্লার জনপ্রতিনিধি, অভিভাবক ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এমপয়েমেন্ট অফিসার আনোয়ার হোসেনের উপস্থাপনা ও ব্র্যাক হিউমেন রিসোর্স এর ডেপুটি ম্যানেজার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর এরিয়ার ম্যানেজার মো. রায়হান চৌধুরী, ব্র্যাক জেলা সমন্বয়ক অনিক আহমেদ অপু, প্রাইড প্রকল্পের সেন্টারলীড মাহেরা বেগম, সেইভ দ্য চিলড্রেন এর সিনিয়র ম্যানেজার মোঃ মাহবুব হাসান বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, প্রাইড প্রকল্প বাংলাদশের ৬টি শহরে কার্যক্রম পরিচালনা করছে। এই প্রশিক্ষণের মাধ্যমে ৫২০০ জন বেকার সুবিধাবঞ্চিত তরুণ নারী পুরুষকে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং তাদের চাকুরী পেতে সহায়তা করা হবে।
ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় শোভন কর্মপরিবেশ ও প্রান্তিক পর্যায়ে সুবিধা বঞ্চিত নারী ও পুরুষদের বিনামূল্যে রিটেইল সেলসের প্রশিক্ষণ দিচ্ছে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। এতে করে যেমন বেকারত্ব দূর হচ্ছে তেমনি করে রিটেইল সেক্টরে দক্ষ জনবল তৈরি হচ্ছে।
এ সময় বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিগণ তাদের অভিজ্ঞতা শেয়ার করেন, এ ধরনের প্রশিক্ষণ দিয়ে দেশে বেকারত্বের হার কমানো এবং দক্ষ কর্মী তৈরি করার জন্য ব্র্যাককে সাধুবাদ জানান।