আমিরাতে দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত

দৈনিকসিলেট ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতে গ্রিন সিটি আল আইন-দুবাই রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ জসিম উদ্দিন (৩৭) ও প্রদীপ কুমার দে (৫১) নামের দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর তিনজন আহত হন।
দুর্ঘটনায় নিহত মোহাম্মদ জসিম উদ্দিন চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট কানারপুল গ্রামের মোহাম্মদ সাঈদ খানের পুত্র এবং প্রদীপ কুমার দে চট্টগ্রাম শহরের আসকার দীঘির দক্ষিণ পাড়ার মৃত মধুসূদন দের পুত্র। তাদের লাশ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা আছে।
জানা যায়, তারা পাঁচজন ২৩ জানুয়ারি রাতে একটি প্রাইভেট কারযোগে গ্রিন সিটি আল আইন থেকে দুবাইয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গাড়িতে পেছনে বসা মোহাম্মদ জসিম উদ্দিন ও প্রদীপ কুমার ছিটকে পড়ে নিহত হন।
দুর্ঘটনায় আহত অপর তিনজন হলেন মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ হাসান ও দিদারুল আলম। তারা গ্রিন সিটি আল আইন ছানাইয়ার ডায়মন্ড গ্যারেজ ও আবু তৈয়ব গ্যারেজে কাজ করতেন।