বনকলাপাড়ায় প্রতিপক্ষের হামলা: নারী সহ আহত-৩

দৈনিকসিলেটডটকম
সিলেটে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা পরিবারের ৩ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত এক দম্পতিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) রাত ৯টায় নগরীর বনকলাপাড়া নুরানী ৮৪/১১ নং বাসায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সিলেট এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়া ৮৪ গলিতে বীর মুক্তিযোদ্ধা মৃত তছির আহমদ এর একখন্ড ভুমি ও টিনসেট বাসা রয়েছে। এই বাসা ও ভুমি জবরদখলের লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী আশরাফ আলম খান ও তার সহযোগীরা একাধিকবার হামলা চালায়। গত ২৩ জানুয়ারি সোমবার রাতে হামলা চালালে এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের জের ধরে আশরাফ আলম খান ও তার সহযোগীরা বুধবার রাতে ঐ বাসা জবরদখলে গেলে পাশের বাসায় থাকা মুক্তিযোদ্ধা মৃত তছির আহমদ এর মেয়ে ও তার স্বামী এবং শশুর প্রতিবাদ জানান। এসময় আশরাফ আলম খান ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র শস্ত্রে সাজ্জ্বিত হয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় বীর মুক্তিযোদ্ধার মৃত তছির আহমদ এর মেয়ে সৈয়দা রোজিনা আক্তার জুয়েলী ও মুক্তিযোদ্ধার জামাতা পারভেজ ও তার পিতা রইছ আলী গুরুতর আহত হন। এসময় আশরাফ আলম ও তার সহযোগীরা রোজিনা আক্তার জুয়েলীকে টানা হেচড়া ও রক্তাক্ত জখম করে। তারা রোজিনার গলার স্বর্ণের হাঁর ছিনিয়ে নেয়। জরুরী জাতীয় সেবা ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় রইছ আলী বাদী হয়ে ৩ জনকে এজাহারভুক্ত করে অজ্ঞাত নামা সহ ১০ জনের বিরুদ্ধে এসএমপির এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন সিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।