জামালগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আব্দুন নাসের।
এছাড়াও আরো বক্তব্য রাখেন সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, ভীমখালী ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার, উত্তর ইউপি চেয়ারম্যান মো. হানিফ মিয়া, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সমাজ সেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম জাহান রাব্বী, নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল জলিল আহমেদ মিলন, আনসার ভিডিপি কর্মকর্তা মো. ফয়ছল আহমদ, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. আনিছুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, হাওর বাঁচাও আন্দোলনের উপজেলা সভাপতি শাহনা আল আজাদ, প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমানসহ গণমাধ্যম কর্মীবৃন্দ।
সভায় জামালগঞ্জে হাওরের বাঁধ নির্মাণ, উপজেলার আইনশৃঙ্খলা বিষয়, বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, আট হাজার কৃষককে বিভিন্ন সহায়তা প্রদান, প্রায় আট শত গৃহহীন পরিবারকে সরকারিভাবে গৃহ নির্মাণ ও বিশেষ করে হাওরের বাঁধ নির্মাণে কোন ত্রুটি থাকলে সাথে সাথে উপজেলা প্রশাসনকে অবহিত করতে আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব।