শুক্রবার সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

দৈনিকসিলেট ডেস্ক :
শিক্ষা সিলেবাস থেকে ডারউইনের বিতর্কিত মতবাদ বাদ দেওয়ার দাবিতে আগামী ৩ ফেব্রুয়ারী ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও নগরের উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩১ জানুয়ারী) বিকেলে সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় বিক্ষোভ মিছিলটি সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ মিছিলে সিলেটের সকল ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিত থাকার অহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারি হাফিজ মাওলানা মাহমুদ হাসান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন