৪ ফেব্রুয়ারীর সমাবেশ সফল করতে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দৈনিকসিলেট ডেস্ক :
আগামী ৪ ফেব্রুয়ারী রেজিস্ট্রারি মাঠে বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে আজ মঙ্গলবার বিকেলে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক জরুরি প্রস্তুতি সভা মহানগর বিএনপির ভাতালিয়াস্থ অস্থায়ী অফিসে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, সৈয়দ সরোয়ার রেজা, কায়সান মাহমুদ সুমন, আহবায়ক কমিটির সদস্য আব্দুস সামাদ আজাদ সাহেদ, সাইদ মাহমুদ ওয়াদুদ, মোঃ আশিক মিয়া, হাবিবুর রহমান মিন্টু, আক্তার মিয়া, সাইফুল আলম কোরেশি, নুরুল ইসলাম রুহুল, , আব্দুল আমিন, কয়েস আহমদ, সেলিম আহমদ, শিমুল আহমদ, আদিল আহমদ রিমন, দিহান আহমদ হারুন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহান, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন ফ্যাসিবাদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন সহ ১০ দফা দাবি আদায়ে ৪ ফেব্রুয়ারী রেজিস্ট্রারি মাঠে বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ভ্যানগার্ডের ভুমিকায় অবতীর্ণ হওয়ার আহবান জানান।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ তার বক্তব্যে বলেন ৪ তারিখের সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলকে অতীতের ন্যায় অগ্রনি ভুমিকা পালন করতে হবে।
সভায় সাংগঠনিক বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত সমুহের মধ্যে রয়েছে আগামীকাল বুধবার সদর উপজেলা ও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরি মতবিনিময় ও প্রস্তুতি সভা।
৪ ফেব্রুয়ারীর পর উপজেলা ও পৌর সভায় সফর।
সভায় সাংগঠনিক কর্মকান্ডে জবাবদিহিতা নিশ্চিত করতে সভা, সমাবেশ ও রাজপথের কর্মসুচিতে জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের উপস্থিতির বিষয়ে তাগাদা দেওয়া হয় এবং আগামীতে যৌক্তিক কারন ব্যতীত পরপর ৩ সভায় অনুপস্থিত থাকা নেতৃবৃন্দকে শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়।