সিলেটে ভাষার মাস বরণে বর্ণমালার মিছিল

দৈনিকসিলেট প্রতিবেদক :
বাংলা বর্ণমালা আর দুখিনী বর্ণমালা নয়, এই বর্ণমালা আজ বাঙালির যাপিত জীবনের অহংকার। সিলেটে সম্মিলিত নাট্য পরিষদ আয়োজিত ভাষার মাস বরণ উপলক্ষে বর্ণমালার মিছিল শেষে আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
এর আগে বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণমালার মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিলের অগ্রভাগে লাল-সবুজের পতাকা আর ‘অ, আ, ক, খ’ বর্ণমালা লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেন সিলেটের সাংস্কৃতিকর্মী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি (ভারপ্রাপ্ত) উজ্জ্বল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় বর্ণমালার মিছিল পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ,সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মো.মজির উদ্দিন প্রমুখ।