সিলেটে অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান

দৈনিকসিলেটডটকম
সিলেটে অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার (0১ফেব্রুয়ারি) বন্দর বাজার এলাকায় ট্রাভেল এজেন্সি নিবন্ধণ ও নিয়ন্ত্রণ আইন ২০২১ (সংশোধিত) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় রংমহল টাওয়ারে অবস্থিত হুদা ট্যুর এন্ড ট্রাভেলসকে লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা করা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসানুল আলম।
সিলেট জেলার ট্রাভেল এজেন্সি সমূহ নিবন্ধন ও লাইসেন্স নবায়নের জন্য জেলা প্রশাসক সিলেট এর নেতৃত্বে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিলেট ইমরুল হাসান। তিনি আরো জানান, জেলা প্রশাসক সিলেট মো. মজিবর রহমান এর নেতৃত্বে সিলেট জেলায় নিয়মিতভাবে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। গত তিন মাসে মোট ৪০ টি ট্রাভেল এজেন্সিকে প্রায় তিন লক্ষ টাকা জরিমানা করা হয়।
প্রবাসী অধ্যুষিত এলাকা বিধায় সিলেট থেকে দেশের বিভিন্ন এলাকার মানুষ স্টুডেন্ট ভিসা ও ওয়ার্ক পার্মিট নিয়ে বিশ্বের নানা দেশে নিয়মিত যাতায়াত করছে। এসময় অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে যেন কেউ প্রতারিত হয়ে মানব পাচারের শিকার না হয় সে লক্ষ্যে সিলেট জেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।