নবীগঞ্জে অবৈধভাবে মাটি উওোলন: লক্ষ টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মুজাক্কির আহমেদ নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (১ ফেব্রুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের হালিতলা এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে।
জানা যায়, অবৈধভাবে মাটিকাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছিলেন নবীগঞ্জ থানার পুলিশের একটি দল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার জানান, অবৈধ মাটি ও বালি আহরণকারীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অবৈধ মাটি ও বালি আহরণকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।