শাবিপ্রবি শিক্ষার্থীদের নিয়ে ‘ইসলামে অপব্যাখ্যার প্রভাব ও করণীয়’ শীর্ষক সেমিনার

দৈনিকসিলেট ডেস্ক :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘ইসলামে অপব্যাখ্যার প্রভাব ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টায় সিলেটের মীরের ময়দানে অবস্থিত লা রোজ হোটেলের হল রুমে এই সেমিনার সম্পন্ন হয়।
সেমিনারে ‘ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদ’র আহ্বায়ক তানিম খন্দকারের সভাপতিত্বে ও ইমরান আহমেদের সঞ্চালনায় অতিথি হিসেবে বিষয়ভিত্তিক বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, জিইবি বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক মিয়া, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান সহকারী অধ্যাপক জিয়াউল হক চৌধুরী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ওফাতের পর থেকেই সুযোগ সন্ধানী ও ইসলাম বিদ্বেষীরা ইসলামের অপব্যাখ্যা করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়েছে এবং ছড়াচ্ছে। মূলত তারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্যই এগুলো করে থাকে। জিহাদের অপব্যাখ্যা করে নানাধরণের সন্ত্রাসী কার্যক্রম করা হচ্ছে, যেটা ইসলাম কখনো সর্মথন করে না। তাই সকলকে এই অপব্যাখ্যা গুলোর সঠিক টা জানতে হবে এবং প্রচার করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে মনে করেন তাঁরা। পরিশেষে ইসলামের মহৎ ও শান্তির বাণী সকলের নিকট পৌঁছে দিতে এই ধরনের সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন অতিথিরা।
এছাড়া সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্কভিউ মেডিকেল কলেজের প্রভাষক ডা. ফখরুল আনাম খান, এস আলম ইঞ্জিনিয়ারিং সিলেটের সত্ত্বাধিকারী শাহ আলম, জাকির হোসেন, আব্দুল্লাহ আল রোমান, মো. আবু নোমান এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। এতে সেমিনার পরবর্তীতে সকলের অংশগ্রহণে এক নৈশভোজের আয়োজন করা হয়।