শাহরুখ-গৌরী পুত্র, আরিয়ান খান কোন ধর্মে বিশ্বাসী ?

দৈনিকসিলেটডেস্ক
বলিউডের অন্যতম পাওয়ার কাপল শাহরুখ এবং গৌরী খান। হাজার বাধা পেরিয়ে বিয়ে করেছিলেন তারা। ধর্ম আলাদা, পারিবারিক ব্যাকগ্রাউন্ড আলাদা। তবু প্রেমের জোয়ারে ভেসেছেন তাঁরা। কয়েক দশক ধরে পরস্পরকে ভালোবাসায় বেঁধে রেখেছেন শাহরুখ এবং গৌরী।
শাহরুখ জন্মসূত্রে মুসলিম ধর্মাবলম্বী আর গৌরী হিন্দু। বিয়ের পর নিজের ধর্ম পরিবর্তন করেননি শাহরুখ-পত্নী। এ প্রসঙ্গে অতীতে প্রশ্ন করা হয়েছিল তাকে। গৌরীর উত্তর ছিল, “আমি শাহরুখকে ভালোবেসে বিয়ে করেছি। আমি ওর ধর্মকে সম্মান করি। কিন্তু, এর অর্থ এই নয় যে আমি নিজের ধর্ম ত্যাগ করব। শাহরুখের ভাবনাও একইরকম।”
অভিনেতা এবং প্রযোজকের ছেলে আরিয়ান খান কোন ধর্মে বিশ্বাসী? এই প্রশ্নের উত্তরে গৌরী বলেছিলেন, “আরিয়ান পুরোপুরি বাবার মতো। যেহেতু শাহরুখের সঙ্গে ওর ভাব বেশি, তাই বাবার ধর্মকে আপন করে নিয়েছে আরিয়ান। আরিয়ানের জীবনে সত্যিই শাহরুখের প্রভাব অনেকটা। সেই কারণেই মুসলিম ধর্মে বিশ্বাস করে।”
তবে গৌরী এও জানিয়েছিলেন যে মান্নাতে সব ধর্মের চর্চা চলে। ঈদ থেকে দীপাবলি, সমস্ত উৎসব পালন করেন শাহরুখ এবং তার পরিবার। শাহরুখ খান নিজে ধার্মিক মানুষ। নিয়মিত রোজা রাখেন। তবে নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পছন্দ করেন তিনি।