কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

দৈনিকসিলেট প্রতিবেদক :
মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভূকশিমইল ইউনিয়নের জাবদা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ওই এলাকার কুটি মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার এসআই নাজমুল হাসান।
তিনি সাইফুলের পরিবারের বরাত দিয়ে জানান, ঘরে লাইটের হোল্ডার ঝুলছিল। এ সময় সাইফুল অসাবধানতায় হোল্ডারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
তিনি আরও জানান, সাইফুলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন