সিলেট বিভাগীয় সমাবেশে মিছিল সহকারে ছাত্রদলের যোগদান

দৈনিকসিলেট ডেস্ক :
আওয়ামী সন্ত্রাস সরকারে দমন নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে বিরোধী দলের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো সহ ১০ দফা দাবিতে সিলেট বিভাগীয় সমাবেশে মিছিল সহকারে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের যোগদান করে। শনিবার (৪ ফেব্রয়ারী) বেলা ১টায় নগরীর লালদিঘীরপাড় থেকে মিছিলটি বের হয়ে সিলেট রেজিস্টারী মাঠে বিভাগীয় সমাবেশে এসে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাছরুর রাসেল, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত তুহিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান চৌধুরী, আফসার শহীদ চৌধুরী সায়েম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস ছামাদ, শামীম খান, নিকছন আহমদ বিজয়, আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রহিম তালুকদার, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম মোহাম্মদ জহির, ইমাদ আহমদ, আল আমিন চৌধুরী, জেলা ছাত্রদলের মুক্তিযুদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক আজমল হোসেন অপু, এম. এ আহাদ সুয়েব, আল আমিন উল্লাহ, মহানগর ছাত্রদলের তথ্য ও গবেষনা সম্পাদক আশরাফুল আলম মাহি, মহানগর ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাবির আহমদ রুবেল, ইয়াসিন, বাবু, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ, উজ্জল, নুরুল ইসলাম মাহিন প্রমুখ।