আনোয়ার মিয়ার দাফন সম্পন্ন

দৈনিকসিলেট ডেস্ক :
সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত দক্ষিণ সুরমাস্থ ২৯নং ওয়ার্ডের লাউয়াই উম্মর কবুল এলাকার মৃত আব্দুল খালিক দুদু মিয়ার ছোট ছেলে ও দক্ষিণ সুরমা যুব কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল আহমদ তালুকদারের বাবা আনোয়ার মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না————–রাজিউন)। শুক্রবার রাত ১২টা ১৭ মিনিটে তার নিজ বাড়িতে শেষ নি:শ^াস ত্যাগ করেন।
মৃত্যৃকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে নাতি নাতনি সহ অস্যখ্যা গুণগ্রাহী রেখে চলে গেছেন। আনোয়ার মিয়া গত রবিবার হটাৎ করে স্টোক করেন পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ^ান ত্যাগ করেন। আজ শনিবার বাদ জোহর জানাজার নামাজ শেষে তাকে লাউয়াই জামে মসজিদে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা হাজি মোঃ রইস আলী, মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, দুনীর্তিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, বিএনপি নেতা জাকারিয়া খান, প্রবীণ মুরব্বী আব্দুর ওয়াব আনা মিয়া, এডভোকেট তাহমিদুল ইসলাম খান, এডভোকেট মুমিনুর রহমান টিটু, রোটারিয়ান রাসেল মাহমুদ পিএচএফ, সাহেদ খান স্বপন, এডভোকেট মোহাম্মদ আলী, ফিরোজ এলাকার বিশিষ্ট মুরব্বী ও হাসান মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালিক, পিরোজ স্যাটেলাইট ক্লিনিক ও সিলাম তফসিল অফিসের ভূমি দাতা হাজী শাহীনুর রহমান, যুব সংগঠক রফিকুল ইসলাম সিতাব, সাংবাদিক আখলিছ আহমদ চৌধুরী, যুব সংগঠক সাহেদ আহমদ শান্ত, জাহাঙ্গীর খান, ইকবাল হোসেন, যুব সংগঠক আবুল কালাম, জাহাঙ্গীর খান, আব্দুস সালাম, ডাঃ সৈয়দ শাহানুর, দক্ষিণ খোজারখলা জামে মসজিদের মোতাওয়াল্লী বদরুল ইসলাম, জয়নাল মিয়া, প্রবাসী আওয়ামী লীগ নেতা আল আমিন, সুয়েব রহমান, শাহিন তালুকদার, আব্দুস সামাদ, লাহিন তালুকদার প্রমুখ।
এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।