দেশি বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দৈনিকসিলেটডেস্ক
বিগত যেকোন সময়ের চেয়ে বাংলাদেশে ব্যবসার পরিবেশ ভাল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এখন আর হাওয়া ভবন নেই। তাই দেশি বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
রোববার সকালে বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ বিডার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। উপস্থিত ব্যাবসায়ীদের উদ্দ্যেশে প্রধানমন্ত্রী বলেন, ভৌগলিক অবস্থান কাজে লাগাতে হবে।
বাংলাদেশ হবে প্রাচ্য পাশ্চাত্যের সেতু বন্ধন। দেশের তরুণদের উদ্যোক্তা হিসাবে গড়ে ওঠার তাগিদ দিয়ে দেশের খাদ্য ও কৃষি আরও উৎপাদন ও প্রক্রিয়ায় গুরুত্ব দিতে ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন