সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটি গঠন

দৈনিকসিলেটডটকম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন (রেজিঃ নং-৪৭৩৬৯০) সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির (২০২৩-২৪) অনুমোদন দেয়া হয়েছে। ২১ সদস্যের নতুন কমিটিতে পুনরায় সাংবাদিক আব্দুল মোক্তাদির সভাপতি ও শেখ জাবেদ আহমদ এমরান (জাবেদ এমরান) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ১ ফেব্রুয়ারি কমিশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল হক ও সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরীর যৌথ স্বাক্ষরে সিলেট বিভাগীয় কমিটির অনুমোদন দেয়া হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক সুনির্মল সেন, সহ-সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী, এম. এ মালেক, ইজাজুল হক এজাজ, সহ-সাধারণ সম্পাদক মো. আজিজুল হক, মো. মহিবুর রহমান, শরীফ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়ছল খাঁন, কোষাধ্যক্ষ শহিদ আহমদ খাঁন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আকমল হোসেন সুমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরুল আমিন খাঁন, গণমাধ্যম বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-গণমাধ্যম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, দপ্তর সম্পাদক নিশি বিশ্বাস, পরিবেশ বিষয়ক সম্পাদক শংকর দত্ত ও সোশ্যাল মিডিয়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান চৌধুরী। কার্যনির্বাহী সদস্যরা হলেন, মাহমুদুর রহমান মামুন ও মাহফুজ সিদ্দিকি।