গাজী সৈয়দ বুরহান উদ্দিন(রহ.) মাদ্রাসার বার্ষিক মহা সম্মেলন মঙ্গলবার

দৈনিকসিলেটডটকম
সিলেটের আদি মুসলমান হযরত শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহ.) স্মৃতি বিজরিত জামিয়া ইসলামিয়া দারুল হাদিস শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহ.) মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলন মঙ্গলবার (৭ই ফেব্রুয়ারি)। নগরীর টুলটিকরের বুরহানাবাদে মাদ্রাসা প্রাঙ্গনে সকাল ১০ টা থেকে শুরু হবে এ মহা সম্মেলন। চলবে রাত ১০ টা পর্যন্ত। ওয়াজ মাহফিল ছাড়াও খতমে বোখারী, দস্তারে ফজিলত ও শিশু শিক্ষা প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করবেন যথাক্রমে দরগাহ মাদ্রাসার প্রিন্সিপালন শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি, মাওলানা শায়খ আব্দুল বারী আনসারী হবিগঞ্জ, মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা শায়খ নযির আহমদ ঝিঙ্গাবাড়ি ও পীর সাহেব রায়পুরী হাফিজ মাওলানা আব্দুল গফ্ফার।
বয়ান পেশ করবেন- নেত্রকোনার জামিয়া হোসাইনিয়া মালনীর শায়খুল হাদিস ও মহা পরিচালক আল্লমা মুফতি আব্দুল কাইয়ুম, আযাদ দ্বীনী এদারা তা’লীম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়খ আব্দুল বছীর সুনামগঞ্জী, শায়খে কৌড়িয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা শায়খ মুহসিন আহমদ, জামিয়া দরগাহ সিলেটের শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী, মুফতি আফজাল হুসাইন রহমানী ঢাকা, মাওলানা তাহির আহমদ জামলাবাদী ঢাকা, নাইওরপুল জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা নাজমুদ্দিন কাসেমী, হযরত মালানা মমতাজ উদ্দিন বরদেশী, মুক্তিরচক মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিব্বুর রহমান প্রমুখ। উক্ত ইসলামী মহা সম্মেলনে সকলের উপস্থিতি কামনা করেছেন জামিয়া ইসলামিয়া দারুল হাদিস শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহ.) মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব মাওলানা শায়খ নাসির উদ্দিন।