তুরস্কে ভূমিকম্পে হতাহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

দৈনিকসিলেটডটকম
তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে বহু প্রাণহানি ও হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এর কাছে পাঠানো এক চিঠিতে এ শোক প্রকাশ করেন তিনি ।
চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ঘটে যাওয়া মারাত্মক ভূমিকম্পে প্রাণহানির জন্য তুরস্কের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
এই দুঃখজনক মুহুর্তে, আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশাপাশি নিহতদের পরিবারের সাথে রয়েছে। যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আল্লাহর রহমত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
বাংলাদেশ তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে আছে এবং এই সময়ে যেকোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত।