এইচএসসিতে সিলেট বোর্ডে পাসের হার ৮১.৪০ শতাংশ

দৈনিকসিলেট প্রতিবেদক :
উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৮১ দশমিক ৪০ শতাংশ।এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৭১ জন। গত বছর পাসের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করছেন সচিব মো. কবীর আহমদ।
এইচএসসি ও সমামনের পরীক্ষায় সিলেট বোর্ডে জিপিএ-৫ বাড়লেও কমেছে পাসের হার। গত তিনবছর ধরেই পাসের হারে নিম্নমুখী সিলেট। এ বছর সিলেট বোর্ডে পাসের হার ৮১ দশমিক.৪০ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ। এর আগে অটোপাশের বছর অর্থাৎ ২০২০ সালে পাসের হার ছিল ৯৯ দশমিক ৯৬ শতাংশ।
এদিকে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪৮৭১ জন শিক্ষার্থী। এরমধ্যে ২১৮২ জন ছেলে ও ২৬৮৯ জন মেয়ে। এরমধ্যে পাস করেছে ৫৪১২২ জন শিক্ষার্থী। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ২২৮৭৮ জন ছেলে ও ৩১২৪৪জন মেয়ে।
সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এসব তথ্য জানা গেছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বিগত ৬ বছরের মধ্যে এবছর সবচেয়ে বেশি জিপিএ-৫ এসেছে। এবছর জিপিএ-৫ পেয়েছে ৪৮৭১ জন শিক্ষার্থী। এর আগের বছর ২০২১ সালে ৪৭৩১ জন, ২০২০ সালে ৪২৭২ জন, ২০১৯ সালে ১১০১ জন ও ২০১৮ সালে ৮৭৩ জন।
অন্যদিকে, করোনাকালে ২০২০ সালেও শতভাগ পাসে যেতে পারেনি সিলেট বোর্ড। ওই বছর পাসের হার ছিল ৯৯ দশমিক ৯৬ শতাংশ। এর পরের বছর ২০২১ সালে পাসের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ। সর্বশেষ এ বছর পাসের হার ৮১ দশমিক ৪০ শতাংশ।