নবীগঞ্জে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

নবীগঞ্জ প্রতিনিধি
শেষ হলো নবীগঞ্জ মেয়র কাপ-২০২৩ ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার (৭ফেব্রুয়ারি) নবীগঞ্জ জে কে হাইস্কুল মাঠে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে আনমনু স্টার স্পোর্টিং ক্লাব বনাম আবাহনী স্পোর্টিং ক্লাব। টসে জিতে প্রথমেই ব্যাট করতে নামে আনমনু স্টার স্পোর্টিং ক্লাব। তারা ১৮৮ রান করে অল আউট হয়। জবাবে আবাহনী স্পোর্টিং ক্লাব সব উইকেট হারিয়ে ১৭৭ রান করে অল আউট হয়। ১১ রানে চ্যাম্পিয়ন হন আনমনু স্টার স্পোর্টিং ক্লাব। খেলা চলাকালীন দর্শকদের উপড়ে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে উৎসবের আমেজ বেড়ে যায় জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্রিকেটার মোঃ আশরাফুলের উপস্থিতিতে। তিনি পৌরসভার আমন্ত্রণে উক্ত খেলায় অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। পরে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেয়র ছাবির আহমদ চৌধুরী অনুষ্ঠানের প্রধান অতিথি এবং জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শেখ মোঃ শফিকুজ্জামান শিপন, প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল মালিক, সাবেক প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, কাউন্সিলর জাকির হোসেন, আব্দুস ছুবান, নানু মিয়া, যুবরাজ গোপ, কবির মিয়া, ফজল আহমদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর ফারজানা আক্তার পারুল, সৈয়দা নাসিমা বেগম, পুর্ণমা দাশ, সাবেক কাউন্সিলর রুহুল আমীন রফু, সুন্দর আলী, প্রকৌশলী অরুন বাবু, হিসাব রক্ষক কর্মকর্তা শেখ জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী সহিদুর ইসলাম প্রমুখ। খেলায় সেরা বোলার স্টার স্পোর্টিং ক্লাবের মোজাম্মিল, সেরা ব্যাটস ম্যান সাইফুর রহমান, প্লেয়ার অব টুর্নামেন্ট লিটন-২ এবং সেরা উইকেট কিপার আবাহনীর আব্দুল্লাহ।
পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপদের হাতে নগদ অর্থসহ পুরস্কার তুলে দেন। এদিকে সেরা ব্যাটস ম্যান সাইফুরকে নগদ ২ হাজার টাকা প্রদান করেন নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী নিতেন দেব।