শব্দদূষণ বিরোধী অভিযান: জরিমানা, ৭৮টি হাইড্রলিক হর্ন জব্দ

দৈনিকসিলেট ডটকম :
সিলেটে শব্দদূষণ বিরোধী অভিযানে প্রায় ৪০ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ৭৮ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।
আজ বুধবার ( ৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
অভিযানে সিলেট-সুনামগঞ্জ বাইপাস পয়েন্টে ৩৫টি যানবাহনের বিরুদ্ধে মোট ৩৮ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় যানবাহনগুলো থেকে ৬২টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
শব্দ দূষণ আইন লংঘণের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে এ জরিমানা আদায় করা হয়েছে।
পরিবেশ অধিদফতর সিলেটের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক বদরুল হুদা।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম পাটওয়ারী, সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, গবেষণাগার সহকারী মুহাম্মদ শাহাদৎ হোসেন, নমুনা সংগ্রহকারী মো. রুবেল মিয়া এবং বিআরটিসি, সিলেটের প্রতিনিধি সার্বিক সহায়তা প্রদান করেন।
এসময় শব্দদূষণের কুফল সংক্রান্ত লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সার্বিক সহযোগীতা প্রদান করে আনসার ব্যাটালিয়নের একদল সদস্য।