সিলেটে জিপিএ ৫ পেলেন ফাবিহা ইসলাম নিশাত

দৈনিকসিলেট প্রতিবেদক :
ফাবিহা ইসলাম নিশাত সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এবারের ২০২২ সালের অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহন করে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ফাবিহা ইসলাম নিশাত ভালো ফলাফল অর্জন করায় শিক্ষকমন্ডলী, বাব-মা, আত্বীয়স্বজন, গৃহশিক্ষক সহ সবাই আনন্দিত। ফাবিহা ইসলাম নিশাতের বাবা সকলের নিকট দোয়া চেয়েছেন। যাতে আগামীতে শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জন করতে পারে।
ফাবিহা ইসলাম নিশাত ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। তার বাবা মোঃ আমিরুল ইসলাম ছাতক সমিতি সিলেটের সহ সভাপতি, রিয়েল ফ্রেন্ডস ক্লাব সিলেটের সভাপতি, ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাতক সুনামগঞ্জ এর প্রধান সহকারী (প্রশাসনিক অফিসার পদমর্যাদায়) কর্মরত রয়েছেন। মা জাহেদা বেগম গ্রাজুয়েট। তার নানা ছাতক বাগবাড়ি নিবাসী লুৎফর রহমান প্রধান মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। দাদা আব্দুর রহমান চরমহল্লা এলাকার বিশিষ্ট শালিস ব্যাক্তিত্ব ছিলেন। তার পরিবার বর্তমানে ছাতক উপজেলার, পৌরসভার মন্ডলীভোগ হাসপাতাল রোডে স্থায়ীভাবে বসবাস করছেন। নিশাতের বাবার পৈত্রিক নিবাস ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের জালালীচর গ্রামে অবস্থিত।