ভূমিকম্পে নিহত গোলরক্ষক: তুরস্কের পাশে ক্রিস্টিয়ানো রোনালদো

দৈনিকসিলেটডেস্ক
তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু নিখোঁজ- এ খবর খুব আলোড়ন তুলেছিলো। এরপর তার জীবিত উদ্ধারের শ্বাসরুদ্ধকর কাহিনীও প্রচার পেয়েছিলো আন্তর্জাতিক গণমাধ্যমে। এরই মধ্যে জানা গেলো, ভয়াবহ এই ভূমিকম্পে নিহত হয়েছেন তুরস্ক জাতীয় দলের গোলরক্ষক আহমেত এইয়ুপ তুর্কাসলান।
এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পাশে দাঁড়ালেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তুরস্ককে সহায়তা করতে তার সই করা ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের জার্সি নিলামে তোলা হবে।
এক টুইটে এক কথা জানিয়েছেন তুরস্কের ফুটবলার মেরিহ ডেমিরাল। টুইটে ডেমিরাল লেখেন, ‘আমার সঙ্গে ক্রিস্টিয়ানোর কথা হয়েছে। তুরস্কের দুরবস্থার কথা শুনে রোনালদো অত্যন্ত শোকার্ত। আমার কাছে রোনালদোর সই করা একটা জার্সি রয়েছে। সেই জার্সি নিলামে বিক্রি করা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ ভূমিকম্প পীড়িত অঞ্চলে ত্রাণকার্যে ব্যবহার করা হবে।’
তুরস্কের ফুটবলার ডেমিরাল জানান জুভেন্টাসের আরেক ফুটবলার লিওনার্দো বোনুচ্চিও সই করা জার্সি পাঠাবেন নিলামের জন্য। ডেমিরাল টুইটারে লিখেছেন, ‘বোনুচ্চির সঙ্গেও আমার কথা হয়েছে। শোকপ্রকাশ করেছে বোনুচ্চি। তিনি তার সই করা জুভেন্টাসের জার্সি দান করবে।’
গত সোমবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। দেশটিতে সাত হাজারের বেশি মানুষ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। প্রতিবেশী দেশ সিরিয়াতেও নিহত হয়েছে দুই হাজারের বেশি।
ভূমিকম্পের তুরস্কের এক গোলরক্ষক। ঘানার জাতীয় দলের ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ছিলেন। পরে তাকে উদ্ধার করা হয়েছে।
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পাশে দাড়িয়েছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন।