দক্ষিণ সুরমায় বাস-কারের মুখোমুখি সংঘর্ষ

দৈনিকসিলেটডেস্ক
সিলেটের দক্ষিণ সুরমার তেতলিতে বাস এবং প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে।
এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তেতলির হাবিব হোসেন এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। বিপরীতমুখী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৩০৮৬) ও প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-১৫-৭৬৬৬) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারের সামনের দিক দুমড়েমুচড়ে যায়।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতাল এবং নর্থইস্ট হাসপাতালে প্রেরণ করেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার এসআই রাহুল।