উইমেন্স চেম্বারের পিঠা উৎসব শুরু

দৈনিকসিলেটডটকম
দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করেছে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ লাইন স্কুল মাঠে এই পিঠা উৎসবের উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে
বিশেষ অতিথির বক্তব্র রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, ইন্ডিয়ান হাইকমিশনের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জসওয়াল, বিডা সিলেটের পরিচালক জুলিয়া যেসমিন মিলি, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, আমেরিকান সেন্টারের পরিচালক মোস্তফা কামাল, আয়কর কর্মকর্তা রাশেদুল আলম, ইমজার সাধারণ সম্পাদক গোলজার আহমদ প্রমুখ।
এসময় বক্তারা সিলেট উইমেন্স চেম্বারের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, স্বর্ণলতা রায় শুধুমাত্র ব্যবসা এবং নারী উদ্যোক্তা সৃষ্টি করছেন এটা নয় তিনি আমাদের হাজার বছরের ঐতিহ্য এবং সংস্কৃতি বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরছেন।
সিলেটের বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী ৪০ টি স্টল নানারকম পিঠার সমাহারে পিঠা উৎসবে ভিন্ন মাত্রা দেয়।
বিকালের দিকে পিঠা উৎসব জমজমাট হয়ে ওঠে।সেই সাথে চলে সিলেটের বিভিন্ন সাংসাকৃতিক সংগঠন অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান ।
পিঠা উৎসব পরিদর্শন করেন সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এছাড়া বিভিন্ন পেশার নারী পুরুষ এবং কিশোর কিশোরীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।