পুলিশলাইন স্কুল মাঠে পিঠা উৎসবে মুক্তাক্ষর

দৈনিকসিলেট ডেস্ক :
মাঘের শেষে মুখরোচক বাঙালির চিরাচরিত মনভুলানো খাবারের নাম পিঠা।ছোট বড়ো সবার ভালো লাগার এই বাহারি পিঠা নিয়ে পিঠা উৎসবের আয়োজন করেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উৎসবের দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। পিঠা উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর। দুপুর সাড়ে ১২টায় বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় প্রিয়াশ্রী কর পিউ’র সঞ্চালনে বেশ কিছু কবিতা একক, দ্বৈত ও দলগত পরিবেশন করে নেনো, নিলিমা, ঐশিকা, মনিষা, ত্রিদিব, সাকিল ও সুমাইয়া।
পরিবেশন শেষে মুক্তাক্ষর সংগঠনকে আয়োজকের মধ্য থেকে ক্রেস্ট প্রদান করেন সর্ণলতা রায়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন