তেতলিতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি শিশু নিহত, আহত ৫

দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেটের দক্ষিণ সুরমায় তেতলিতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ১০ বছরের এক শিশু নিহত হয়েছে।এ ঘটনায় আরও ৫ জন আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেতলি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সম্য মৌলভীবাজার সদর উপজেলার কমলাকলস গ্রামের সন্তোষ দের মেয়ে।
দুর্ঘটনায় আহতরা হলেন, সন্তোষ দে, তার স্ত্রী রিতা দে, মেয়ে মৌ দে ও বৃষ্টি। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার ও ওসমানী হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মো. জনি চৌধুরী।
ওসি কামরুল হাসান তালুকদার জানান, সন্তোষ দে পরিবার নিয়ে প্রাইভেটকারে করে সিলেটের মেজরটিলা এলাকায় একটি বিয়েতে আসছিলেন। দক্ষিণ সুরমার তেতলি এলাকায় আসার পর হবিগঞ্জগামী হবিগঞ্জ একপ্রেসের সাথে প্রাইভেটকারটির মুখোমুখি হয়। এতে প্রাইভেটকারে থাকা ৬জন গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সম্য নামের ওই শিশুটিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।