সুনামগঞ্জ আ.লীগের সম্মেলন আজ, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

শাহীন আহমদ :
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ শনিবার। শহরের সরকারি জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা আওয়ামী লীগ। বেলা ১১টায় সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। প্রধান বক্তা থাকবেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন আট বছর পর আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে ।সকালে এ সম্মেলন কেন্দ্র করে শহরের সাজসাজ রব পড়েছে। এ নিয়ে জেলায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তার কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে তোরণ নির্মাণ করেছেন; ব্যস্ত সময় পার করেছে সাজসজ্জায়।
এদিকে সম্মেলন উপলক্ষে জেলায় নেতৃত্বপ্রত্যাশীদের পক্ষে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানানোর বিলবোর্ড পোস্টারে ছেয়ে গেছে সুনামগঞ্জ শহর। সুনামগঞ্জ শহরের প্রবেশমুখ ওয়েজখালী থেকে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত কোথাও কোনো ফাঁকা জায়গা নেই। দুপাশে কেবল ব্যানার ফেস্টুন, বিলবোর্ড। কেউ দেয়ালে দেয়ালে পোস্টারও সাঁটিয়েছেন।
সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হতে আগ্রহীরা ছাড়াও আগামী জাতীয় নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের পক্ষেও এই উপলক্ষে প্রচার চালানো হচ্ছে।
সভাপতি পদে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি, জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অ্যাড. শামছুন্নাহার বেগম শাহানা, বর্তমান যুগ্ম সম্পাদক অ্যাড. নান্টু রায়, যুগ্মসম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটনের।
সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, জেলা আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি নোমান বখ্ত পলিন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, বর্তমান সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস ও জুনেদ আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. আক্তারুজ্জামান সেলিমের পক্ষে শত শত ব্যানার-ফেস্টুন ঝুলছে পথে পথে। আছে ফেসবুক প্রচারণাও।
সম্মেলনের উদ্বোধক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য ড. মুশফিক হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন, উপদফতর সম্পাদক সায়েম খান, জেলা সহসভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, ড. জয়া সেন গুপ্তা এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি ও শামীমা আক্তার খানম থাকছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন জানান, জেলার ৮৮ ইউনিয়নেই দলীয় নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তৃণমূলের দলীয় জনপ্রতিনিধিদের কাছেও জমায়েতের জন্য সহযোগিতা চাওয়া হয়েছে। আশা করা হচ্ছে সম্মেলনের জমায়েত ৫০ হাজার ছাড়িয়ে যাবে।