স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা অপরিহার্য: গাজী মো. শাহেদ

দৈনিকসিলেট ডটকম :
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক মন্ত্রী, প্রয়াত দেওয়ান ফরিদ গাজী’র পুত্র বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের প্রধান উপদেষ্টা গাজী মো. শাহেদ এর সাথে ‘শিক্ষার্থীর পাশে সারা বাংলা’ সংগঠণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে জরুরি এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ‘শিক্ষার্থীদের পাশে সারা বাংলা’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক রাশেদ নেওয়াজ, কেন্দ্রীয় সহ-সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক হাসান ইমরান। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাদাম বাগিচা ইউনিট কমিটির সাধারণ সম্পাদক আলমাছ, সহ-সভাপতি মেহেদি হাসান-(সহ-সভাপতি), যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির ও রুহান, প্রচার সম্পাদক রুমন খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাতুল, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক নাঈম। পশ্চিম চৌকিদেখি ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মুমিন হোসেন মাজু, সহ-সভাপতি মো. মঈনউদ্দীন ও রবিউল শেখ, ক্রীড়া সম্পাদক মো. সাকিল আহমদ। পূর্ব চৌকিদেখী ইউনিট কমিটির সভাপতি নূর হোসেন সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াদ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মিলাদ হাওলাদার ও মো. মাসুদ আহমেদ এবং ৫নং ওয়ার্ড ইউনিট কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আল শাহরিয়ার রাফি প্রমুখ।
এসময় গাজী মো. শাহেদ বলেন, শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের ভূমিকা অপরিহার্য। ‘শিক্ষার্থীদের পাশে সারা বাংলা’ সংগঠণ দেশের মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিবন্ধকতা রোধে নিয়মিত কাজ করে যাচ্ছে। সংগঠণের সাফল্যের ধারা বজায় রেখে আরো গতিশীল হওয়ার পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, এসময় গাজী মো. শাহেদ এর জন্মদিন উপলক্ষ্যে শিক্ষার্থীর পাশে সারা বাংলা সংগঠনের পক্ষে কেক কেটে উদযাপন করা হয়।