নবীগঞ্জে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ১৫

নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ উপজেলার সাকুয়া মুড়ারপাঠলী গ্রামে ২ ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। ১১ জানুয়ারি শনিবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানায়, উপজেলার করগাও ইউনিয়নের সাকুয়া গ্রামের আকলুছ মিয়ার মেয়েকে বিবাহ দেন একই গ্রামের ফুল মিয়ার ছেলে স্বপন মিয়ার কাছে। বিভিন্ন বিষয়াদি নিয়ে আকলুছ ও তাজুল ইসলাম গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছে।
গতকাল বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র পিকল, টেটা সহ লাটিসুটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে প্রায় ২ ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ চলে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে গুরুতর আহত ফুল মিয়ার ছেলে ইসরাইল মিয়া (৩৫), তার সহোদর সুমন মিয়া (৩২), দেলোয়ার মিয়া (২৪), মতিন মিয়া (১৯), নাজিম উদ্দীনের ছেলে এখলাছ মিয়া (৩১), আছদ্দর মিয়ার ছেলে আতিক (১৮), আমীর মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৩), আব্দুল আলীর ছেলে কমরু মিয়া (১৭), আকলুছ মিয়ার ছেলে মুজিবুর রহমান রাব্বী (১৮)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।