সনিয়া বেগম হত্যা: মামলা নেই, আটক শূন্য

দৈনিকসিলেট ডটকম :
সিলেট নগরীর খুলিয়াটুলা এলাকায় থেকে কলেজছাত্রী নাট্য অভিনেত্রী সনিয়া আক্তারের (২১) গলাকাটা লাশ উদ্ধারের ঘটনার ২৪ ঘন্টা পরও মামলা হয়নি।এ ঘটনায় কাউকে শনাক্ত বা আটকও করতে পারেনি পুলিশ।এর আগে রোববার দুপুর ১২টার দিকে নগরীর খুলিয়াটুলা এলাকার জহুর আলীর বাসা থেকে কলেজছাত্রী সনিয়া আক্তারের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও গ্রামের সেলিম মিয়ার মেয়ে।
নিহত সনিয়ার মা অমিতা বেগমের দাবি, তার মেয়েকে ভাইপো সজীব হত্যা করেছে এবং কয়েক লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। তবে মেয়েকে কী কারণে হত্যা করা হয়েছে, সেটা তিনি বুঝতে পাচ্ছেন না।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর পৌনে ১টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
জানা যায়, সনিয়া পরিবারের সদস্যদের সঙ্গে খুলিয়াটুলা এলাকার জহুর আলীর বাসায় ভাড়া থাকতেন। তিনি সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। একই সাথে সিলেটের আঞ্চলিক নাটকে অভিনয় করতেন।
ঘটনার দিন সনিয়ার বাবা সেলিম মিয়া অসুস্থ হওয়ায় পরিবারের সদস্যরা তাকে নিয়ে ব্যস্ত ছিলেন। সনিয়ার মা রোববার সকাল থেকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন।তার ভাইও বাবাকে নিয়ে ব্যস্ত ছিলেন। সে সময় ঘরে সনিয়ার ভাবি ফারিয়া বেগম ও মামাতো ভাই সজীব ছিলেন।দুপুর ১২টার দিকে ফারিয়া বেগম হঠাৎ সনিয়ার কক্ষের খাটের ওপর রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান। এ সময় ফারিয়ার চিৎকারে আশপাশের মানুষ আসেন।
এদিকে, ঘটনার পর খবর পেয়ে পুলিশের সিআইডির ক্রাইম সিন ও পিবিআইয়ের সদস্যরা রহস্য উদ্ঘাটনে বিভিন্ন আলামত সংগ্রহ করে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা কাঁচি উদ্ধার করা হয়।
অপরদিকে, সনিয়ার লাশ উদ্ধারের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সজীব নামের এক যুবক সন্দেহের তালিকায় রয়েছেন।
জানতে চাইলে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হত্যাকাণ্ডের পেছনে বিভিন্ন বিষয় সামনে নিয়ে তদন্ত করা হচ্ছে।