সুনামগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তের আগুন

দৈনিকসিলেটডটকম
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে বাগময়না গ্রামে গভির রাতে আগুন দিয়ে ঘর জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার সন্ধার পর ঘরের মালিকের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, বাগময়না গ্রামে আয়াজ আলী প্রবাসে থাকেন, তার বাড়ীতে শশুর, শাশুরী, স্ত্রী মো. হাজেরা বেগমসহ তাদের ছেলে বসবাস করতেছেন। শনিবার দিবাগত রাতে বারোটা ত্রিশ মিনিটের সময় কে বা কারা ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্যে নিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। পাশের বাড়ীতে থাকা লোকজন আগুনে লেলিহান শিখা এগিয়ে আসলে পরে গ্রামের লোকজন মিলে প্রায় একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান বাড়ীর মালিক।
এ ব্যাপারে অভিযোগকারী হাজেরা বেগম জানান, আমার মা, বাবা ও ছেলে নিয়ে প্রতিদিনের ন্যায় রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত বারোটার পর আমাদের হত্যা করার উদ্দেশ্য নিয়ে আমার বসত ঘরের পাশের ঘরে আগুন লাগিয়ে দেয়। আমাদের প্রতিবেশি আমাদেরকে সজাগ করায় প্রাণে বেঁচে যাই। এতে প্রায় দুই লক্ষ টাকায় ক্ষতি হয়েছে। আমার স্বামী প্রবাসে থেকে কষ্ট করে টাকা রুজি করে বাড়ী ঘর বানিয়েছিলেন। এখন আমাদের সব শেষ হয়ে গেল আমি এর বিচার চাই। অভিযোগের পেয়ে থানার এসআই অলক দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযোগের ব্যাপারে জানতে থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। অভিযোগ আলোকে তদন্ত করে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।