সিলেটে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা: প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী

দৈনিকসিলেট রির্পোট
এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এবং বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেট-এর তত্ত্বাবধানে সিলেটে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন, এম.পি।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মোহাম্মদ আলী জিমনেসিয়ামে বিভাগীয় এই এসএমই পণ্য মেলা শুরু হবে এবং ২২ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, বিভাগীয় কমিশনার, সিলেট, মোঃ নিশারুল আরিফ, পুলিশ কমিশনার, সিলেট, মোঃ মজিবর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট, মোঃ নাসির উদ্দিন খান, চেয়ারম্যান, জেলা পরিষদ, সিলেট, মাসুক উদ্দিন আহমদ, সভাপতি, সিলেট মহানগর আওয়ামী লীগ, মানতাশা আহমেদ, সদস্য, পরিচালক পর্ষদ, এসএমই ফাউন্ডেশন, তাহমিন আহমদ, সভাপতি, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও স্বর্ণলতা রায়, সভাপতি, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
২২ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-মহা পুলিশ পরিদর্শক, সিলেট রেঞ্জ, সভাপতি, মহানগর আওয়ামীলীগ ও জেলা আওয়ামীলীগ, সিলেট।
সিনিয়র সহকারী কমিশনার অনুপমা দাস জানিয়েছেন মেলায় ৫০টির অধিক স্টলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন । সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিদিন মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেট-এর তত্ত্বাবধানে সিলেট বিভাগীয় এসএমই পণ্য মেলার সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান (এসএমই) গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এসএমই একটি শ্রমনিবিড়, স্বল্প পুঁজিনির্ভর ও উৎপাদন সময়কাল স্বল্প হওয়ায় জাতীয় আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাত অবদান রাখতে সক্ষম।