‘মাতৃত্বের চেয়ে বড় আনন্দের কিছু নেই!’

দৈনিকসিলেটডেস্ক
মাতৃত্বের চেয়ে বড় আনন্দের আর কিছু হতে পারে না। সম্প্রতি কন্যা সন্তানের মা হয়েছেন বলিউডের জীবনের এই পর্ব বিশেষ ভাবে উপভোগ করছেন বিপাশা বসু। বিয়ের পর থেকেই কাজের ক্ষেত্রে একেবারেই কমিয়ে আনলে বলিউড মিডিয়ার আলোও খানিক সরে যায় বিপাশা বসুর কাছ থেকে।
অনেকদিন পর যখন নিজের কন্যার ছবিসহ একটি পোস্ট দিলে তা নিয়ে অনেকেই অভিনন্দন জানান। কণ্যা দেবীর ‘মাস উদযাপন করেন বিপাশা ও তা স্বামী অভিনেতা করন সিং গ্রোভার। ৩ মাসের জন্মদিনে দেবীকে বুকে জড়িয়ে মনোরম ছবি পোস্ট করলেন অভিনেত্রী। সাদাকালো ছবি। তাতে দেখা যায়, মেয়ের মুখের দিকে তাকিয়ে অনাবিল হাসছেন মুগ্ধ জননী।
কে কে অভিনন্দন জানালেন এমন প্রসঙ্গে বিপাশা গণমাধ্যমকে বলেন, ‘অনেক পুরনো বন্ধু, কলিগরা ফোন করেছেন। আসলে নিজ থেকেই সংসার আর পরিবারের ভেতরে নিজেকে গুটিয়ে রেখেছিলাম। এর ভেতরেও এক ধরনের আনন্দ আছে।’