সিলেট নাকি রংপুর, কে যাচ্ছে ফাইনালে?

দৈনিকসিলেট ডেস্ক :
পয়েন্ট টেবিলের ২য় অবস্থানে থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনাল নিশ্চিত করেছে। ১৬ ফেব্রুয়ারির এবারের আসরের ফাইনালে তাদের প্রতিপক্ষ কে, আজকের সন্ধ্যার ম্যাচ শেষে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।
লিগ পর্বে তারা মাত্র তিন ম্যাচ হেরে টেবিলের শীর্ষ স্থান নিশ্চিত করে কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল সিলেট। প্রথম কোয়ালিফায়ারে তারা পরাজিত হয় কুমিল্লার কাছে। আর এলিমিনেটরে ফরচুন বরিশালকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে রংপুর।
তবে দুরন্ত এই সিলেট ১ম রাউন্ডে মাত্র তিন ম্যাচ হেরেছে, যার দুটিই এই রংপুরের কাছে। একটি ম্যাচ হেরেছিল কুমিল্লার কাছে। সেই কুমিল্লার কাছেই প্লে অফে হেরেছে তারা।
তাই আজকের ম্যাচ নিয়ে শংকায় দুই দলই। কুমিল্লার কাছে হারা সিলেট এবার ঘুরে দাঁড়াতে পারে কি না সেটাই এবার দেখার বিষয়।