সিলেটে সোনিয়া হত্যা: সজিবের বিরুদ্ধে মামলা

দৈনিকসিলেট ডটকম :
কলেজছাত্রী ও সিলেটী নাটকের অভিনেত্রী, টিকটকার সোনিয়া আক্তার (২১) হত্যাকাণ্ডে সজিব আহমদের নামোল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।অভিযুক্ত সজিব হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার নবীনগরের নতুনবাড়ি নুর উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নিহতের ভাই পারভেজ আহমদ বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা (নং-৩৩(২)২৩) দায়ের করেন। মামলায় একমাত্র সজিবকে আসামি করে অজ্ঞাত একজনকে রাখা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্তের জন্য থানার উপ পরিদর্শক (এসআই) জামিল আহমদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে অভিযুক্ত সজিব আহমদকে সোমবার রাতে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৯। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে নিয়ে সিলেটে র্যাব-৯ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করা হয়। এরপর তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরীর শেখঘাট খুলিয়াটুলা আবাসিক এলাকার নীলিমা-১৪ নম্বর বাসার চার তলার একটি কক্ষ থেকে সোনিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
সোনিয়া জকিগঞ্জ উপজেলার কলাছড়া গ্রামের বিল্লাল আহমদের মেয়ে ও দক্ষিণ সুরমার দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ হন।