সিলেট মহানগর বিএনপি’র পদযাত্রা ১৮ ফেব্রুয়ারি

দৈনিকসিলেটডটকম
বিদ্যুত, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দমন-পীড়ন, খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার দেশব্যাপী সকল মহানগরে পদযাত্রা ঘোষণার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পদযাত্রা কর্মসূচী পালন করবে সিলেট মহানগর বিএনপি। এদিন শনিবার বিকাল ২টার সময় নগরীর সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ থেকে পদযাত্রাটি চৌহাট্টা, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট, ক্বীনব্রীজ পার হয়ে দক্ষিণ সুরমায় গিয়ে সমাপ্ত করা হবে।
১৮ই ফেব্রুয়ারি শনিবারের পদযাত্রা কর্মসূচী সফল করে তুলতে মঙ্গলবার (১৪ই ফেব্রুয়ারি) মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী এক বিবৃতিতে মহানগর বিএনপি ও অন্তর্ভূক্ত ওয়ার্ডসমূহ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও নগরবাসীকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।