সিলেটে সোনিয়া হত্যা: তিনদিনের রিমাণ্ডে সজিব

দৈনিকসিলেট ডটকম :
কলেজছাত্রী ও সিলেটী নাটকের অভিনেত্রী, টিকটকার অস্টাদশী তরুনী সোনিয়া আক্তার (২১) হত্যা মামলার প্রধান আসামি মো. সজিব আহমদকে (২৯) তিনদিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের ম্যাজিষ্ট্রেট আব্দুর মোমেন রিমাণ্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই জামিল আহমদ আদালতৈ আসামিকে সাত দিনের রিমাণ্ডে দেওয়ার আবেদন জানান। শোনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন আলোচিত এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামিল আহমদ।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শেখঘাট খুলিয়াটুলা আবাসিক এলাকার নীলিমা-১৪ নম্বর বাসার চার তলার একটি কক্ষ থেকে সোনিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
সোনিয়া জকিগঞ্জ উপজেলার কলাছড়া গ্রামের বিল্লাল আহমদের মেয়ে ও দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী। তার সৎ বাবা সেলিমের মিয়ার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের হিন্নাত গ্রামে। মা ও সৎ বাবার সঙ্গে ওই বাসায় বসবাস করতেন সোনিয়া।
সোমবার দুপুরে ময়না তদন্ত শেষে সোনিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে বিকেলে নগরীর মানিকপীর (র.) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
মঙ্গলবার সকালে সজিব আহমদকে প্রধান আসামি করে কোতোয়অলি থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
এর আগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে অভিযান চালিয়ে র্যাব-৯ অভিযানে ঢাকার যাত্রাবাড়ির সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে সজিবকে আটক করে।
সজিব হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার শরীফনগর গ্রামের মো. নুরুদ্দিনের ছেলে।