জামালগঞ্জে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জে শীতকালীন বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকাল থেকে দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা লেডিস ক্লাবের তত্বাবধানে জামালগঞ্জ কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র হাইস্কুলের মাঠে এই পিঠা মেলার উৎসবের আয়োজন করা হয়।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) তনুকা ভৌমিক, জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রাণী তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষন চক্রবর্তী, জামালগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকারী ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষিক, শিক্ষার্থীগণ ছিলেন। উৎসব আয়োজনে আগতরা বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ও আগামী ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের বিভিন্ন ষ্টলের বিক্রেতারা বলেন আমরা টাকার জন্য এই পিঠা উৎসবে আসি নাই। একদিনের জন্য হলেও সবাই আনন্দ করে দিনটি পালন করতে এসেছি। তাছাড়া এরকম আয়োজন হলে আমাদের হারিয়ে যাওয়া পিঠাগুলোর ঐতিহ্য ফিরে আসবে। পিঠা উৎসবের উদ্দোক্তা উপজেলা মৎস্য কর্মকর্তা ও জামালগঞ্জ লেডিস ক্লাবের সভাপতি সুনন্দা রাণী মোদক বলেন আমরা আর আগের মত পিঠা দেখতে পাইনা। উপজেলা বাসীকে শীতের আমেজে একদিনের জন্য হলেও আনন্দ দিতে এই পিঠা উৎসবের আয়োজন। সবার সহযোগীতা পেলে প্রতি বছরই এই পিঠা উৎসব করা হবে। এই পিঠা উৎসবে জামালগঞ্জ লেডিস ক্লাব জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ পোষাক বাড়ী, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়,উপজেলা মহিলা অধিদপ্তর সহ ৯টি ষ্টল বসানো হয়।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব বলেন, পিঠা উৎসব আমাদের আবহমান বাংলার ঐতিহ্যের প্রতিচ্ছবি। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারন ও সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে এ আয়োজন। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ, সম্প্রীতি, ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করে। উপজেলা চেয়ারম্যান ইকবাল আল-আজাদ বলেন আমাদের গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য ও বাংলার সংস্কৃতির ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ পিঠা। পিঠা মেলায় অংশ গ্রহনকারী ষ্টলগুলোর মধ্যে পোষাকবাড়ী প্রথম ও জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় হয়।