বাঁধের কাজ শেষ না হওয়া পর্যন্ত পাউবো কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

দৈনিকসিলেট প্রতিবেদক :
সুনামগঞ্জ জেলার হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়া পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারী ছুটি বাতিল ঘোষণা করেছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনের সাথে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম প্রধান অতিথির বক্তব্য এ ঘোষণা দেন তিনি।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে উপমন্ত্রী আরও বলেন, আগামী ৭ই মার্চের মধ্যে সুনামগঞ্জ জেলার সবকটি ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করতে হবে। বাঁধ নির্মাণে কোন দুর্নীতি সহ্য করা হবে না। এবার নির্বাচনের বছর। আমরা দ্রুত কাজ চাই। তিনি বলেন, হাওরের জন্য স্থায়ী প্রকল্পের চিন্তাভাবনা করছি। পাউবো ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে উপমন্ত্রী বলেন, টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করবেন। সাংবাদিকরা আমদের প্রতিপক্ষ না। আপনারা যেখানে যাবেন সেখানে সাংবাদিকদের নিয়ে যাবেন। যারা ভাল কাজ করবে তাদের পুরষ্কৃত কবর। আর যারা কাজ ঠিকমতো করবে না তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, যে উপজেলায় কাজ ঠিকটাক কাজ হবে না। সেই উপজেলার ইউএনও এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা দায়ী থাকবেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ – ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহমুদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস ইউ শহীদুল ইসলাম, খুশী মোহন সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ১ মোঃ মামুন হাওলাদার, নির্বাহী প্রকৌশলী ২ মোঃ সামসুদ্দহা ।
আরও বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যনা করুণা সিন্ধু চৌধুরী বাবুল, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান, দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান মামুন, বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।
এর আগে উপমন্ত্রী সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকার বাধেঁর কাজ পরিদর্শন করেন।