বিএনপি নেতা সরফরাজ চৌধুরীর মৃত্যুতে বিএনপির দোয়া মাহফিল

দৈনিকসিলেটডটকম
সিলেট মহানগর বিএনপির ৩নং ওয়ার্ড এর সাবেক সভাপতি সরফরাজ আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা এক ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাদ এশা ওয়ার্ডের সাগরদিঘীরপাড়ে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মিটু।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজিব কুমার দে রাজুর পরিচালনায় দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাজহারুল ইসলাম মানন। বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট কামাল হোসেন।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড বিএনপি নেতা রফিকুল ইসলাম ফেনু, খন্দকার মাহবুবুর রহমান ইউসুফ, মো. মখলিছ মিয়া, সাবেক আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমদ, ওয়ার্ড বিএনপি নেতা জাহাঙ্গীর আহমদ চৌধুরী, সালেহ আহমদ গেদা, মোহাম্মদ আলী লাহিন, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, সদস্য কামাল আহমদ, মকবুল হোসেন, জয়নাল আবেদীন রাহেল, আব্দুল হামিদ, প্রিন্স খান, বিপুল কর, হাবিব আহমদ, মানিক মিয়া, রুহুল আমিন মাসুক, জাবেদ আহমদ, দুলাল আহমদ তুহিন প্রমুখ। দোয়া মাহফিলে সিলেট মহানগর বিএনপির ৩নং ওয়ার্ড এর সাবেক সভাপতি সরফরাজ আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন বায়তুল সালাম জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুস সাত্তার।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মিজানুর রহমান মিটু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, সিলেটের কৃতি সন্তান খন্দকার আব্দুল মালিক সহ জাতীয়, স্থানীয় প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারুণ্যের অহংকার আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। পাশাপাশি তিনি বেগম জিয়ার রোগমুক্তি কামনা করেন এবং যে কোন আন্দোলন সংগ্রামে ওয়ার্ড বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি প্রয়াত সরফরাজ আহমদ চৌধুরীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিএনপি নেতাকর্মীদের সংগঠিত করার মাধ্যমে এই ওয়ার্ডকে তিনি যেভাবে রেখে গেছেন আমাদেরকে তার দেখানো পথে এগিয়ে যেতে হবে।