হবিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ৪

দৈনিকসিলেট প্রতিবেদক :
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলের বাগান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের নাম পরিচয় জানা যায় নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সিলেট থেকে হবিগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা হবিগঞ্জ এক্সপ্রেস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, বাহবল থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন