জামালগঞ্জে বিলের তলা শুকিয়ে মাছ নিধনের অভিযোগ

জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জে বিলের তলা শুকিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে।বুধবার বিকেলে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব বরাবর অভিযোগটি দায়ের করেন। অভিযোগে জানা যায়, নলচুন্নি গোজার চাতল গ্রুপ জল মহালটি ১৪২৯-১৪৩১ বাংলা সন পর্যন্ত ইজারা পায় ফেনারবাঁক মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ। ইজারা পাওয়ার পর থেকেই জলমহালটির উন্নয়নে বাঁশ, কাটাসহ সবরকমের ব্যবস্থা করা হয়।
ইজারাপ্রাপ্ত হয়ে মালিক ইফতেকার চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে গেলে লিয়াকত গংদের বিল দেখাশুনা ও শাসন করার জন্য দায়িত্ব দেয়া হয়। নোটারী করে দায়িত্ব দেয়ার সময় স্পষ্ট উল্লেখ আছে বিল ফিসিং করার সময় কোনো মতেই প্রাকৃতিক জীববৈচিত্র্য ধ্বংস ও তলা শুকিয়ে মাছ নিধন করা যাবেনা। এবং এই শর্তে রাজি হওয়ার পরই তাদের কাছে উক্ত বিলের দায়িত্ব দেয়া হয়। বর্তমানে বিল ফিসিং বা মাছ ধরার উপযুক্ত সময় হওয়াতে তারা ঝাল দিয়ে মাছ ধরার বদলে বিলের তলা শুকিয়ে মাছ ধরার পাঁয়তারা করছে। এমতাবস্থায় ইফতেকার চৌধুরী নীতিমালা লংঘন বলে উল্লেখ করে তাদেরকে মাছ নিধন করতে বারবার নিষেধ করা হলেও তারা উক্ত কথায় কোন কর্ণপাত করছে না। এতে আইনের চরম অবমাননা হচ্ছে, এবং প্রাকৃতিক মৎস্য ও জীববৈচিত্র্য নিধনের পাশাপাশি আমার বিলের মৎস্য সমিতি ও আমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব বলেন, বিলের তলা শুকিয়ে মাছ নিধনের কোন সুযোগ নেই। অভিযোগের ব্যাপারে সত্যতা পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে তাঁদের লিজ বাতিল করা হবে।