এবার সিসিকের মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করলেন মিসবাহ সিরাজ

দৈনিকসিলেটডেস্ক
সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা রয়েছে চলতি বছরের মাঝামাঝি সময়ে। নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী এক মাস আগে দেশে ফিরেছেন। নিজেকে মেয়র পদের প্রার্থী ঘোষণা করেছেন। এবার নির্বাচনে মেয়র পদে লড়াইয়ের ঘোষণা দিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
বৃহস্পতিবার বিকেল ৫টায় সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
মিসবাহ উদ্দিন সিরাজ এর আগে দীর্ঘদিন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ২০০৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টানা ১১ বছর সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলির (পিপি) দায়িত্ব পালন করেন।
আইনজীবী সমিতির সভায় মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, আমি আগামী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে চাই। জাতির পিতার হত্যাকারী খন্দকার মোশতাক আহমেদ সিলেটে এলে তাকে গণপিটুনি দেওয়ায় নেতৃত্ব দিয়েছিলাম। এ কারণে রাষ্ট্রদ্রোহ মামলায় ১৭ মাস জেল খেটেছি। দীর্ঘদিন ধরে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করছি। মেয়র নির্বাচনে অংশ নিতে অনেক দিন ধরে কাজ করছি। তবে যেহেতু আমি দল করি, তাই দলীয় সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।
মিসবাহ আরও বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। এখানে দলের যে কেউ মনোনয়ন চাইতেই পারেন। গত সিটি নির্বাচনে আমিও দলীয় মনোনয়ন চেয়েছিলাম। আগামী নির্বাচনেও আমি দলীয় মনোনয়ন চাইব। নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিয়ে সাধারণ মানুষদের সঙ্গে কাজ করছি।
এর আগে বৃহস্পতিবার দুপুরে নগরের মেন্দিবাগের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাঁচ হাজার নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে।
সিলেট-১ (নগর ও সদর) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে এসব শাড়ি বিতরণ করেন।
২০০২ সালে পৌরসভা থেকে সিলেট সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর ২০০৩ সাল থেকে এ পর্যন্ত চারবার নির্বাচন হয়েছে। প্রথম দুই বার মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বদর উদ্দিন আহমদ কামরান জয়ী হন। পরবর্তী দুই মেয়াদে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী মেয়র পদে নির্বাচিত হন।
২০২০ সালের ১৫ জুন করোনায় আক্রান্ত হয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান মারা গেলে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তৎপর হন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরানপুত্র ডা. আরমান আহমদ শিপলু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, যুগ্ম সম্পাদক এ টি এম এ হাসান, সদস্য প্রিন্স সদরুজ্জামান চৌধুরী। এছাড়া আনোয়ারুজ্জামান চৌধুরী ও মিসবাহ উদ্দিন সিরাজ আছেন মনোনয়নের দৌড়ে।
চলতি বছরের মাঝামাঝি পঞ্চমবারের মতো নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে ধারণা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফলে সহজে জয় পেতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে অনেক নেতা মাঠে তৎপর আছেন।