জুনিয়র ওয়ার্ল্ড র্যাংকিং টেনিস প্রতিযোগিতায় সিলেট অংশগ্রহণ করছে

দৈনিক সিলেট ডট কম
বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ২০-২৬ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, ঢাকায় অনুষ্ঠিতব্য ‘‘জুনিয়র ওয়ার্ল্ড র্যাংকিং সিরিজ টেনিস প্রতিযোগিতা-২০২৩’’ এ প্রথমবারের মতো সিলেট জেলা ক্রীড়া সংস্থা তথা সিলেট জেলা বালক অনুর্ধ্ব-১২ ও অনুর্ধ্ব-১৪ টেনিস দল অংশগ্রহণ করছে ।
এ উপলক্ষে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় আবুল মাল আবদুল মুহিত টেনিস কমপ্লেক্সে খেলোয়াড় মধ্যে জার্সি বিতরণ করা হয়েছে।
জার্সি বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা টেনিস কমিটির সভাপতি হানিফ আলম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য , সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা টেনিস কমিটির সহকারী সম্পাদক ইমরান আহমদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা টেনিস কমিটির সহ-সভাপতি রেজওয়ান আহমদ, সিলেট জেলা টেনিস কমিটির সম্পাদক মনোজ রায়, কমিটির সদস্য ফয়েজ হাসান ফেরদৌস, মোঃ সিরাজ উদ্দিন, মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী, রায়হান মাসুদ রাসেল ও সাদত হোসেইন, সিলেট টেনিস ক্লাবের সদস্য অধ্যক্ষ নিরঞ্জন পাল, সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শামীম প্রমুখ।