শাবিতে ’মিরাজের শিক্ষা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিকসিলেট প্রতিবেদক :
শব-ই- মিরাজ উপলক্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিলাদুন্নবী (সা:) উদযাপন পরিষদের আয়োজনে ‘মিরাজের শিক্ষা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ডি এর ৩০০১ নং কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উদযাপন পরিষদের আহ্বায়ক তানিম খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক এমদাদুল হক, আধুনিক ভাষা ইনস্টিটিউটের আরবি বিভাগের সহকারী অধ্যাপক হেদায়েতুল্লাহ আল হাদী, শিক্ষার্থী রিফাত রেজা প্রমূখ।
আলোচকগণ মিরাজের গুরুত্ব, তাৎপর্য এবং যুবসমাজের নৈতিকতা ও চারিত্রিক সুপরিবর্তনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।