শহিদ মিনার এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পাঁচদিনেও উদ্ধার হয়নি মোটরসাইকেল

দৈনিকসিলেটডটকম
সিলেটের প্রাণকেন্দ্র শহিদ মিনারের সম্মুখ থেকে চুরি হওয়া সাংবাদিক আশীষ দে’র মোটরসাইকেল পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। শহরের নিরাপত্তাবেষ্টিত এমন স্থান থেকে মোটরসাইকেল চুরি হয়ে যাওয়া ও উদ্ধার তৎপরতা নিয়ে বিভিন্ন প্রশ্নের পাশাপাশি আশংকার কথা জানাচ্ছেন গাড়ি ও বাইকের মালিকরা।
গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) সিলেট শহিদ মিনারে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত বইমেলার সমাপনী দিনে রাত পৌনে ৯টায় শহিদ মিনারের সম্মুখ থেকে সাংবাদিক আশীষ দে’র বাইকটি চুরি হয়। তৎক্ষণাৎ কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হলে ওসি আলী মাহমুদ মোটরসাইকেলটি উদ্ধারে সর্বোচ্চ তৎপরতার আশ্বাস প্রদান করেন। কিন্তু ৫ দিন অতিবাহিত হলেও পুলিশ মোটরসাইকেলের কোনো সন্ধান দিতে পারেনি, সংগ্রহ করতে পারেনি কোনো প্রমাণাদি।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ওসি আলী মাহমুদকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে গিয়ে শহিদ মিনার এলাকায় কোন সিসিটিভি ক্যামেরা পাওয়া যায়নি। যার ফলে শহিদ মিনার এলাকায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।