সিলেটের ৩ ইউনিয়নে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

দৈনিকসিলেট ডটকম :
সিলেট সদর উপজেলার ৩ ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল গত ২৬ জানুয়ারি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেগুলো হচ্ছে ৩নং খাদিমনগর, ৪নং খাদিমপাড়া ও টুকের বাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রথম ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সিলেট সিটি কর্পোরেশনের সাথে সীমানা জটিলতায় তা সম্ভব হয়নি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার ৩টি ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।
তবে এবারই প্রথম ৩ ইউনিয়নে সর্বমোট ৭৮টি ভোট কেন্দ্রের মধ্যে ৭৮ কেন্দ্রেই ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইভিএমে ভোট প্রথমবারের মত হওহায় নির্বাচন অফিস থেকে নেয়া হবে ভোটাদের প্রতি বিশেষ উদ্যোগ। নির্বাচনের ৪/৫ দিন আগে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট দিতে প্রতিটি ইউনিয়নে ভোটারদের সচেতন করতে দেওয়া হবে প্রশিক্ষণ।
১৯ ফেব্রুয়ারী পযর্ন্ত ১৪ জন চেয়ারম্যান প্রার্থীসহ সর্বমোট ২০৩ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেন। সোমবার ( ২০ ফেব্রুয়ারি) বাছাইয়ের দিনে ২ ইউনিয়নে ৩ জন সাধারণ সদস্যের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন অফিস।
তারা হলেন খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. মুক্তার হোসেন ও মো. আব্দুল কাদির। খাদিমপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পদপ্রার্থী মো. তুফায়েল আহমদ। তবে খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পদপ্রার্থী মো. মুক্তার হোসেন ও মো. আব্দুল কাদির মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন। তারা জানান, তাদের ২ জনের ভোট ভোটার তালিকা থেকে তাদের অজান্তে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে ৫নং ওয়ার্ড থেকে ৬নং ওয়ার্ডে স্থানান্তর করেছে।
তবে এবার ৩ ইউনিয়নে সর্বমোট ৭৫ হাজার ২ শ’ ৬৯ জন ভোটার ভোট প্রদান করবেন। আগামী ২ মার্চ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চুড়ান্ত ভোটার তালিকায় ভোট সংখ্যা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে নির্বাচন অফিস। সদর উপজেলা নির্বাচন অফিস জানিয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সাথে বৈঠক করা হবে। নির্বাচন সুষ্ঠু করতে যা যা করার প্রয়োজন তা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
৩নং খাদিমনগর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ১ শত ৮৯ জন। পুরুষ ভোটার ১৬ হাজার ৬ শত ৫২ জন ও মহিলা ভোটার ১৫ হাজার ৫ শত ৩৭ জন। ভোট কেন্দ্র ১৩ টি, মোট ভোট কক্ষের সংখ্যা ৯৪ টি। খাদিমনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোট কেন্দ্র পীরের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২নং ওয়ার্ডের ভোট কেন্দ্র লাখাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং ওয়ার্ডের ভোট কেন্দ্র খাদিমনগর ইউনিয়ন ভবন ও প্রশ্চিম বাইশটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ছালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাপনাটিলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ধোপাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিমানবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬নং ওয়ার্ডের ভোট কেন্দ্র কালাগুল দাখিল মাদ্রাসা ও লুসাইন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ফরিংউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহেবের বাজার, ৮নং ওয়ার্ডের ভোট কেন্দ্র সাতগাঁও দারুল উলুম মাদ্রাসা ও ৯নং ওয়ার্ডের ভোট কেন্দ্র বড়জান চা বাগান প্রাথমিক বিদ্যালয়।
৪নং খাদিমপাড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ২৭ জন। পুরুষ ভোটার ১৪ হাজার ৫ শত জন ও মহিলা ভোটার ১৩ হাজার ৫ শত ২৭ জন। ভোট কেন্দ্র ১১ টি, মোট ভোট কক্ষের সংখ্যা ৮৩ টি। খাদিমপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোট কেন্দ্র বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিচ তলা) ও বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউট (২য় তলা), ২নং ওয়ার্ডের ভোট কেন্দ্র প্রফুল্লপাত্র প্রাথমিক বিদ্যালয়, দলইপাড়া, ৩নং ওয়ার্ডের ভোট কেন্দ্র বেসিক লার্নার’স একাডেমি দাসপাড়া, ৪নং ওয়ার্ডের ভোট কেন্দ্র জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫নং ওয়ার্ডের ভোট কেন্দ্র হজরত শাহ সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পলিয়া। ৬নং ওয়ার্ডের ভোট কেন্দ্র চুয়াবহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতুড়া, ৭নং ওয়ার্ডের ভোট কেন্দ্র হজরত শাহ সুন্দর (রহ.) আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা, টিকরপাড়া, ৮নং ওয়ার্ডের ভোট কেন্দ্র হজরত শাহ গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরেরচক ও জামিয়া ইসলামিয়া দরগাহে হজরত শাহ গরম দেওয়ান (রহঃ) মাদরাসা, পীরেরচক, ৯নং ওয়ার্ডের ভোট কেন্দ্র তুরীয়ানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটেশ্বর।
৬নং টুকের বাজার ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৫৩ জন। পুরুষ ভোটার ৭ হাজার ৬ শত ৫০ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৪ শত ৩ জন। ভোট কেন্দ্র ৯ টি, মোট ভোট কক্ষের সংখ্যা ৪৬ টি। টুকের বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোট কেন্দ্র এ কে আব্দুল মজিদ প্রাথমিক বিদ্যালয়, চাতলীবন্দ, ২নং ওয়ার্ডের ভোট কেন্দ্র চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং ওয়ার্ডের ভোট কেন্দ্র জামেয়া এমদাদিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা, নালিয়া, ৪নং ওয়ার্ডের ভোট কেন্দ্র গোয়াবাড়ী জামেয়া মাদ্রাসা, ৫নং ওয়ার্ডের ভোট কেন্দ্র আলী বাহার চা বাগান অফিস, ৬নং ওয়ার্ডের ভোট কেন্দ্র হিলুয়া চা বাগান, ৭নং ওয়ার্ডের ভোট কেন্দ্র মালনীছড়া বাগীব রাবেয়া প্রাথমিক বিদ্যালয়, ৮নং ওয়ার্ডের ভোট কেন্দ্র লাক্কাতুরা চা বাগান প্রাথমিক বিদ্যালয়, ৯নং ওয়ার্ডের ভোট কেন্দ্র দলদলি চা বাগান প্রাথমিক বিদ্যালয়।
এ বিষয়ে সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসার ও ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন রিটানিং অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, মনোনয়ন পত্র বাছাইয়ে ৩ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হচ্ছে। এই উপজেলায় প্রথম ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। যেহেতু ইভিএমে ভোট হবে তাই ভোটারদের নির্বাচনের আগে প্রতি ইউনিয়নে ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
আগামী ২ মার্চ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বর্তমানে প্রকাশিত ভোটার তালিকা থেকে চুড়ান্ত ভোটার তালিকায় কিছু ভোটার সংখ্যা বৃদ্ধি পাবে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সাথে বৈঠক হবে। আইনশৃঙ্খলার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আগামী ১৬ মার্চ শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।