বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

দৈনিকসিলেটডটকম
বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালন করলো অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
মঙ্গলবার বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট এর মাঠ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন গভর্নিং বডির চেয়ারম্যান কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি+, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, সিলেট। উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট এর গভর্নিং বডির সদস্য লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন, পিএসসি অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এবং অধ্যক্ষ মেজর মোঃ আইয়ুব খান (অবঃ) সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে এক বর্ণনাঢ্য র্যারলির (প্রভাতফেরী) আয়োজন করা হয়। উক্ত র্যা লী শেষে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট এর শিক্ষার্থীবৃন্দ মনোমুদ্ধকর দেশাত্ববোধক সঙ্গীত, আবৃতি এবং নৃত্য পরিবেশন করেন। সর্বশেষ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য সম্পর্কে বক্তব্য প্রদান করেন গভর্নিং বডির চেয়ারম্যান কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি+, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, সিলেট।