জামালগঞ্জে দুর্যোগ সহনশীল স্বল্পমূল্যের গৃহ নির্মাণ কৌশল প্রশিক্ষণ

মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ সহনশীল স্বল্পমূল্যের গৃহ নির্মাণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১৯ ফেব্রয়ারী ও (আজ) সোমবার দুইদিন ব্যাপী কারিতাস ইন্টারন্যাশনালীজ’র সহযোগিতায় ও কারিতাস সিলেট অঞ্চলের আওতায় এই গৃহনির্মাণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ সমাপ্তি হয়েছে।
জানাযায়, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে জরুরী পূর্নবাসন ও পূর্ণগঠন সহায়তা প্রকল্পের আওতায় দুর্যোগ সহনশীল স্বল্পমূল্যের গৃহ মেরামত ও নির্মাণের লক্ষ্যে উপজেলার বেহেলী ও সাচনা বাজার ইউনিয়নের বাছাইকৃত ২২ জন উপকারভোগী, ১৬ জন কাঠ মিস্ত্রি ও ২ জন শিক্ষক প্রতিনিধিকে নিয়ে এই প্রশিক্ষণ হয়েছে। রবিবার দিনব্যাপী বেহেলী উচ্চ বিদ্যালয়ে ও সোমবার দিনব্যাপী সাচনা বাজার ইউনিয়ন পরিষদ হল রুমে এই প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে দুর্যোগ সহনশীল স্বল্পমূল্যের গৃহ নির্মাণ কৌশলের লে -আউট, ঘরের ভিত্তি, ভিটি, খুঁটি, বেড়া নির্মাণ, দরজা জানালা, ঘরের ট্রাস ও চালা, ঘরের ছাউনি, ব্রেসিং বা টানা ও সিলিংয়ের উপর ধারনা প্রদান করা হয়।
প্রশিক্ষণের সহায়ক হিসেবে ছিলেন কর্মসূচি কর্মকর্তা ডানিয়েল ধৃতুস্নাল (ডিএম), কারিতাস সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মো. আবু তাহের।
সঞ্চালনা করেন-মাঠ কর্মকর্তা (ইআরপি) প্রকল্প সুকুমার এস কস্তা। এছাড়াও সার্বিক সহযোগিতা প্রকল্প সুপারভাইজার ও কমিউনিটি অর্গানাইজারবৃন্দ ছিলেন।